
সিএইচটি বার্তা ডেস্কঃ
জেলার কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের অর্ন্তগত “চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর আওতাধীন “চেলাছড়া আবাসিক ছাত্রাবাস” এ পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক আগমন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। পরিদর্শন শেষে অফিসের জরুরি কাজ থাকায় অনুষ্টানে সম্পন্ন করা সম্ভব হয়নি।
আলোচনা সভা ধন মনি চাকমার সভাপতিত্বে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, কাউখালী থানা অফিসার ইনচার্জ, ইউআরডি ইন্সট্রাক্টর, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মন্টু রঞ্জন চাকমা, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য অমর বিন্দু চাকমা, প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নৃত্য শিক্ষক মানষী চাকমা, ছাত্রাবাসের কর্মচারীবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সন্তোষ চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, আবাসিক পরিচালনা কমিটির সভাপতি ধর্ম মনি চাকমা, বিদ্যালয়ের সমস্যা ও নানাবিধ দাবি নিয়ে বক্তব্য দেন প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা।
বিদ্যালয় ও ছাত্রাবাসের শিক্ষার্থীদের উদ্দেশ্য উপদেশমূলক দিকনির্দেশনা দিয়ে প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা বলেন, বর্তমান বিশ্বে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অনেকটা এগিয়ে যাচ্ছে। সেজন্য অন্যান্য দেশের ন্যায় এসব শিক্ষার্থীদের শিক্ষাদান দিতে হবে। আজকের শিক্ষার্থী আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের দেখাশুনা করার মুল দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের।
বক্তব্য ও আলোচনা শেষে চেলাছড়া আবাসিক ছাত্রাবাস কর্তৃপক্ষের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।