সিএইচট বার্তা ডেস্কঃ
গতকাল ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদর ও দীঘিনালা উপজেলা বাজারে পাহাড়িদের ঘরবাড়ি, দোকানপাটে আগুন দেয়ার পাশাপাশি পাহাড়ি বাঙ্গালীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার সুত্রপাত ঘটে। এতে অন্তত ১০/১৫ জনের আহতের খবর পাওয়া গেছে।
খাগড়াছড়িতে সেটেলার বাঙ্গালী কর্তৃক নিরীহ পাহাড়িদের বাড়িঘরে হামলা, লুটপাট, দোকানপাটে আগুন দেয়া সহ নিরস্ত্র পাহাড়ির উপর রাতের আঁধারে সেনাবাহিনী কর্তৃক গুলি বর্ষনের ঘটনার প্রতিবাদে ঢাকায় অবস্থানরত পাহাড়ি জনগোষ্ঠীদের বিক্ষুদ্ধ জুম্ম ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বিক্ষুদ্ধ জুম্ম ছাত্র জনতার ব্যানারে অংশ নেয়া হাজার হাজার পাহাড়ি জুম্ম আদিবাসীরা গতকাল ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদর ও দীঘিনালা বাজারে পাহাড়ি অধ্যূষিত দোকানপাটে অগুন ধরিয়ে পুড়িয়ে দেয় উৎসুক জনতার একশ্রেণীর সেটেলার বাঙ্গালীরা। এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে ঢাকায় অবস্থারত বিক্ষুদ্দ জুম্ম ছাত্র জনতার ডাকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। মিছিলিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভার্স্কয থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে এসে সমাবেশটি সম্পন্ন হয়। সমাবেশ থেকে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় আগামীকাল ২১ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ২৩ সেপ্টেম্বর বিকাল ৬টা পর্যন্ত (৭২ ঘন্টা) সড়কপথ ও নৌপথে অবরোধের ডাক দেয়া হয়।
মন্তব্য করুন