মানিক সাহা, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)কে অপহরণের পর হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা শহরের মাঝ দিয়ে চলে যাওয়া ঢাকা-রংপুর মহাসড়ক এক ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেন স্কুল শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ। এ সময় তারা চিহ্নিত অপহরণ ও হত্যাকারীদের বিচার চেয়ে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।
অবরোধের কারণে ঢাকা-রংপুর ও ঢাকা-দিনাজপুর মহাসড়কের উভয় পার্শ্বের শত শত গাড়ি আটকা পড়ে।
বেলা একটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং গোবিন্দগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসে দ্রুত ন্যায্য বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার একটি পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে স্কুলছাত্র সাব্বিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার (১২ এপ্রিল) বিকেল থেকে নিখোঁজ ছিল ওই কিশোর।
সাব্বির উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলী ছেলে। সে স্থানীয় বিশুবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর চারজনকে আটক করেছে পুলিশ।
মন্তব্য করুন