প্রিন্স এডওয়ার্ড মাংসাং, মধুপুর, টাঙ্গাইলঃ
মধুপুরে ইউপি সদস্য গ্রেফতার এবং সেই বিষয়ে ফেসবুকে পোষ্ট করাকে কেন্দ্র করে মারামারি চিকিৎসাধীন অবস্থায় ১জনের মৃত্যু এমনটি ঘটেছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৩নং বেরিবাইদ ইউনিয়নের আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি বর্তমান ইউপি সদস্য আছর আলী আকন্দকে (আছর মুহুির) গত ০৮/০৩/২০২৫ রোজ শনিবার রাত ১২:১০মিনিটে তার নিজ গ্রাম দানকবান্দা থেকে গ্রেফতার করেছেন মধুপুর থানা পুলিশ। গ্রেফতার করার পর পক্ষে বিপক্ষে ফেসবুকে পোষ্টকে কেন্দ্র, সেই সুত্র ধরে ০৯/০৩/২০২৫ রবিবার আনুমানিক রাত ৮:১৫ মিনিটের দিকে আছর আলী আকন্দের ভাই হাফেজ, ফজর ও রিয়াজ উদ্দিন তাদের বাহিনী নিয়ে অতর্কিতে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় সরাসরি হামলায় অংশ নেন মোঃ রিয়াজ উদ্দিন(সাবেক সধারন সম্পাদক বঙ্গবন্ধু ক্লাব, ধামালিয়া) হাফেজ উদ্দিন, ফজর আলী, রেজাউল করিম (সভাপতি, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ), রাসেল, মামুন, কালাম, মোবারক, জাকির হোসেন, আপন সরকার, রিপন, সিয়াম, স্বপন, সাবলু, আপন, সোহেল, আমিনুলসহ নব্য আওয়ামীলীগ থেকে এখন যোগদান করেছে বিএনপিতে যোগদান করি ত্রাসের সৃষ্টি করেছে তারা।
এ মারামারিতে আহত হয় ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাবিবুর রহমান, খলিলুর রহমান, হারুন অর রশিদ, সাইম, নাইম, জাহাঙ্গীর সহ অনেকেই। চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে আজ সকাল ৬ ঘটিকায় মারা যায় মিজানুর রহমান ও খোদেজা বেগমের ছেলে খলিলুর রহমান(২৩)।
খলিলুর রহমানের মৃত্যুর সংবাদে এলাকাবাসী উত্তেজিত হয়ে প্রতিপক্ষের দোকানপাট ভাঙচুর করে। এই সংবাদ পেয়ে মধুপুরে থানা পুলিশ এসে পরিবেশ শান্ত করে কিন্তু এখন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে মধুপুরে খলিলুর রহমানের লাশ এসে পৌছালে লাশ নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বেড় করা হয় খুনিদের ফাঁসির দাবিতে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান বলে আপনারা শান্ত থাকুন, আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার আমি তা করার চেষ্টা করবো, যেন ঘটনাটি অন্যদিকে মোড় না নেয়।
মন্তব্য করুন