হ্লাসিং থোয়াই মারমা; বান্দরবান প্রতিনিধি:
সারাদেশে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির নিশ্চিতকরণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুর ১২ টার দিকে জেলা প্রাশাসক কার্যালয় সামনে এই মানববন্ধন করেন বান্দরবান জেলা সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও জনতা।
মানবাধিকার কর্মী ডনাইপ্রু নেলি বলেন, বাংলাদেশে কোনো ধর্ষক রেহাই পাবে না। বিচার সালিশে নয়, প্রচলিত আইনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ধর্ষকের কোন জাত, ধর্ম নেই। দেশ নাকি স্বাধীন হয়েছে কিন্তু আমাদের মা বোনের কোন স্বাধীনতা নেই। নেই কোন নিরাপত্তা।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশুরা নিরাপদ নয়। ধর্ষণ ও সহিংসতার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। ধ-র্ষ-কের কোনো জাত বা পরিচয় নেই — তার পরিচয় শুধু ধর্ষক। আমরা চাই যে ধর্ষণ করবে তাকে মৃত্যুদন্ড দেওয়া হোক।
বক্তারা আরও দাবি জানান, নারী সহিংসতার ঘটনায় জড়িত অপরাধীদের ৪৮ ঘণ্টার মধ্যে বিচার কাজ শেষ করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অংচমং মার্মা, আরাধনা চাকমা সুয়েখিং, আসিফ ইকবাল ও সৈয়দ আল মাসুর জিসান।
মন্তব্য করুন