চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:
রাঙ্গামাটি জেলা কাপ্তাই উপজেলা চিৎমরম ইউনিয়নের ঐতিহাসিক কেন্দ্রীয় বৌদ্ধবিহার প্রয়াত মহাথেরো আগ্গাওয়াইন্সা ভিক্ষু ২ দিনব্যাপী অন্ত্যেস্টিক্রিয়া ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৮ মার্চ শুক্রবার সকাল নয় ঘটিকার পঞ্চশীল প্রার্থনা ও অষ্টশীল প্রার্থনা মোমবাতি জ্বালিয়ে চিৎমরম মাঠ প্রাঙ্গণের ধর্মীয় পতাকা উক্তোলন মাধ্যমে অন্ত্যেস্টিক্রিয়া ১ম দিন শুরু করা হয়েছে। শুভ উদ্ধোধন চিৎমরম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রধান অধ্যক্ষ সভাপতিত্বে মহাথেরো পামোক্ষো ভিক্ষু সহ তিন পার্বত্য জেলা হতে বিহারাধ্যক্ষ প্রধানগণ ভিক্ষু, স্থানীয় দায়ক ও দায়িকা, সমাজ সেবক বৌদ্ধ ধর্মের অনুসারী নর নারীরা উপস্থিত ছিলেন।
দুপুরে ছোয়াইং দান, টিফিন খাবার, পূজা দান, ফুল ফ্রুট দান, পূজা পিন্ড দান সহ বুদ্ধের কাছে প্রার্থণা করা হয়। এরপর দুপুর ১১:৩০ মিনিটে বিভিন্ন বৌদ্ধ বিহার হতে আগত অতিথি ভিক্ষুদেরকে সহ দুপুরে দায়ক দায়িকাদেরকে খাবার আয়োজন করা হয়েছে।
সরেজমিনে চিৎমরম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণের বৌদ্ধ ধর্মাবলম্বী হাজার হাজার ধর্মপ্রাণ দায়ক দায়িকাসহ ছোট বড় বৃদ্ধ বয়সী সমাগম দেখা যায়। ৩ টায় তিন পার্বত্য চট্টগ্রামে হতে বুদ্ধ ধর্মের প্রথা রীতিনীতি সংস্কৃতি অনুযায়ী প্রয়াত মহাথেরো উৎর্স্বগ উদ্দেশ্য পুরুষ ও মহিলা শৈং নৃত্য দল উদ্বোধনসহ মাঠে পরিবেশনায় করা হয়। উল্লেখ্য, প্রয়াত মহাথেরো দোলনা কফিনে বুদ্ধ ধর্মের প্রাণ নর-নারী ছোট বড় শিশু বৃদ্ধরা কফিনে ফুল সাদা চন্দন, লাল চন্দন, মোমবাতি আগরবাতি টাকা পয়সা দান প্রার্থণা মধ্যে গ্রহণ করা হয়েছে।
অন্ত্যেস্টিক্রিয়া উদযাপন কমিটি পক্ষে জানান, ২৮ মার্চ হতে ২৯ মার্চ পর্যন্ত দুদিন ব্যাপী নানা আয়োজনের বিভিন্ন ধর্মের কর্মসূচী পালন করা হবে। শনিবারে বিকাল ৫ টায় মহাথেরো আগ্গাওয়াইন্সা ভিক্ষু দেহটি কে ধুমবাজি ফাটিয়ে বৌদ্ধ ধর্মের রীতিনীতি সংস্কৃতি অনুসারী হয়ে প্রয়াত মৃত দেহকে আগুনে পুরানো হবে জানা যায়। মহাথেরো মৃত্যুর ৭৯ বছর বয়স ৫৮ বর্ষ (ওয়া) ভিক্ষু সন্ন্যাসী জীবন শেষ করেছে। এ দুদিনব্যাপী ধর্মীয় অন্ত্যেস্টিয়া যাতে আগামীকাল পর্যন্ত সুন্দর শৃঙ্খলা পরিবেশে শেষ করতে পারি সকল সম্প্রদায়ের প্রতি ও স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় প্রশাসন এলাকার স্থানীয় সাধারণ জনগণ প্রতি আহবান জানানো হয়েছে।
মন্তব্য করুন