মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১:৩০ মিনিট ঘটিকায় বান্দরবানের ৫ নং টংগাবতী ইউনিয়নের ৯নং ওয়ার্ড এম্পু পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসত বাড়ী পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘরে চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারনা করা হয়েছে।
এতে ঘর মেরামতের জন্য সংরক্ষিত চাম্পা গাছের কাট ২৫০ ফুদ (২৫০×২০০০= ৫.০০.০০০) পাঁচ লক্ষ টাকা, কেচ টাকা ৫.০০০০০ (পাঁচ লক্ষ) টাকা, নতুন টিন ৪ বান ২০.০০০ (বিশ হাজার) টাকা, রুপা অলংকার ৪.০০০০০( চার লক্ষ) টাকা, সোনা ১.৫০.০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, আনুমানিক সর্বমোট ১৫,৭০.০০০ (পনেরো লক্ষ সত্তুর হাজার) টাকা, আরো প্রয়োজনীয় কাগজ পত্র, কাপড় চোপড় ও ঘরের প্রয়োজনীয় সম্পত্তি অনেক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায় সকাল সাড়ে ১১ টার দিকে মেনয়াম ম্রো বসত বাড়িতে আগুনের সূত্রপাত দেখতে পায়। আগুন লাগার সাথে সাথে ঘরে কেউ আছে কিনা দেখতে গেলে বৃদ্ধ এক মহিলাকে বিছানাতে ছুঁয়ে থাকতে দেখতে পায়। আর তাঁকে উদ্ধার করতে সক্ষম হয়। তাঁকে উদ্ধার করা সাথে সাথে আগুনের শিখা ঘরে সবজায়গায় ছড়িয়ে যাওয়া কারণের কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। তাছাড়া পাড়া লোকজনও কেউ ছিলনা। সকালে সবাই যে যার কাজে চলে যায়।
ততক্ষনে ঘরের মালিক মেনয়াম ম্রো ও তাঁর ছেলের বউ পার্শবর্তী দোকানে ছিল বলে জানা যায়। ঢাউ-ঢাউ করে আগুনের আওয়াজ শুনতে পেলে পাশে ঘরে থাকা একজন ঘরে মালিককে মুঠো ফোনে জানায়, এসে দেখলে ঘর অর্ধেক পুড়ে ছাই হয়ে যায় বলে জানান ঘরের মালিক মেনয়াম ম্রো।
এগিয়ে আসেন পাড়াবাসি আগুন নিয়ন্ত্রণের জন্য। ঘন্টাখানিক আগুন নিয়ন্ত্রণ পর খবর পেয়ে বান্দরবান থেকে আসা ১টি ইউনিট ফায়ার সার্ভিস অধিনায়ক কামাল উদ্দীন সার্বিক তত্ত্বাবধানে ফায়ার সার্ভিস সদস্যরা- আগুন নেভাতে এগিয়ে আসেন।
ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়দের আপ্রাণ প্রচেষ্টায় পুড়ে যাওয়া আগুনের শিখা পার্শ্ববর্তী কোনো ঘরে ছড়াতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা অগ্নিকান্ডের স্থানে এসে ও স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হলেও ঘরের কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
বাড়ীর মালিক বলেন, আজকে সকাল থেকে আমি খুব টেনশনের ছিলাম। কারণ আগামীকাল একজনকে ২০.০০০ (বিশ হাজার) টাকা ঋণ দেয়ার কথা ছিল। আমার কাছে পনেরো হাজার টাকা ছিল। আরো পাঁচ হাজার টাকা (কাঁচার ফল মূল) সদর কাছে ধার নেয়ার জন্য মোবাইলে কথা বলতে সকালে বাজারে চলে গিয়েছিলাম। বাজারে পোঁছার সাথে সাথে আমার ঘরের আগুন লাগার খবর শুনতে পাই। এসে দেখি সব শেষ হয়ে গেছে। ঘরের আমার স্বয়ং সম্পত্তি কিছুই উদ্ধার করতে পারিনি। এখন আমার কিছুই নেই। আছে শুধু গায়ের থাকা একটা শার্ট ও একটা লুঙ্গী। এখন আমি নিঃস্ব।
মন্তব্য করুন