মহালছড়িতে ২৯ মে উপজেলা নির্বাচন
রিপন ওঝা, মহালছড়িঃ
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ২জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২জনসহ মোট ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে আজ প্রার্থীদের প্রার্থীতা চূড়ান্ত হয়েছে। ১২মে জেএসএস (এমএন লারমা) থানা কমিটির সভাপতি নীল রঞ্জন চাকমা প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ১৩মে সকল প্রার্থীদের নির্বাচনী প্রতীক বা মার্কা বরাদ্ধ দেয়া হবে। প্রতীক বরাদ্ধ পাওয়ার পরে সকল প্রার্থীর পক্ষে গণপ্রচারণা শুরু হবে। নির্বাচনের ৩৬ঘন্টা পূর্বেই সকল প্রার্থীর গণপ্রচারণা সম্পন্ন হবে।
উল্লেখ্য যে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দেখা যায় জেএসএস (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, নীল রঞ্জন চাকমা ও বিআরডিবি সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ঠ ব্যবসায়ি ঠিকাদার কংজরী মার্মা উপজেলা চেয়ারম্যান পদে, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা মোঃ জসিম উদ্দীন এবং উপজেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ১নং সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহালছড়ি বাজারের ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমান, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী মহিলা যুবলীগ সভাপতি সুইনুচিং চৌধুরী এবং প্রাক্তন মহিলা মেম্বার ও উপজেলা আওয়ামী মহিলা লীগ সভাপতি মোছাঃ জাহানারা বেগম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সহ সকল প্রার্থীদের মনোনয়নপত্র বৈধতা পেয়েছিল।
মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ রাজু আহাম্মদ বলেন প্রার্থীদের মনোয়ন পত্র বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। ১২মে প্রার্থীতা নিশ্চিত হয়েছে। ১৩মে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ হওয়ার পরে মাঠ পর্যায়ে প্রচারণা শুরু হবে।
সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার পরামর্শ দেন এবং নির্বাচনী পরিবেশ যাতে শান্তিপূর্ণ থাকে এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। গত ২মে বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জনসহ মোট ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২৯মে বুধবার সকাল ৮.০০ঘটিকা হতে বিকাল ৪.০০ঘটিকা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলায় মোট ভোটার ৩৬,৬০২জন।
মন্তব্য করুন