সাইফুল ইসলাম, রামগড়ঃ
পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষার্থে প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পূণঃস্থাপন, গুচ্ছগ্রামবাসীদের ভূমি বেদখল বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে খাগড়াছড়ির রামগড়ে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ বুধবার সকাল ১১ ঘটিকার সময় গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির আহবায়ক মোহাম্মদ ইউনুছ এর নেতৃত্বে সিনেমা হল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পরে হাইপ্লাজা মার্কেট প্রাঙ্গনে এসে সমাবেশে মিলিত হয়।
মানববন্ধন ও সমাবেশে রামগড় গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির সমন্বয়ক আবু আহম্মদ বলেন, আমরা আমাদের ভূমিতে যেতে পারছি না। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও ভূমি উদ্ধারের কোন ব্যাবস্থা নেওয়া হয়নি। আমরা ঘর থেকে বের হলেই পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদা দিতে হয়। এসময় দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তিনি।
গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক মোঃ ইউনুছ বলেন, আমরা দীর্ঘদিন ধরে প্রশাসন ও সরকারের আমাদের ভূমি উদ্ধার ও নিরাপত্তাসহ পূনর্বাসনের ৬ দফা দাবিতে আন্দোলন জানিয়ে আসছি। কিন্তু প্রসাশন তা আমলে না নেওয়ায় বহিরাগত পাহাড়ি সন্ত্রাসীরা আমাদের ভূমিগুলো বে-দখল করে নিচ্ছে। এসময় তিনি ৬ দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ৬ দফা দাবি পূনর্ব্যাক্ত করেন। দাবিগুলো হলোঃ- ১. গুচ্ছগ্রামবাসীদের সকল বে-দখলকৃত ভূমি উদ্ধার করা। ২. গুচ্ছগ্রাম এলাকার সকল গুচ্ছগ্রামবাসীকে পূনর্বাসনের ব্যবস্থা করা। ৩. গুচ্ছগ্রাম এলাকার নিরাপত্তা নিশ্চিত করা। ৪. বাদপড়া গুচ্ছগ্রামবাসীদের তালিকা তৈরি করে রেশন সুবিধা নিশ্চিত করা। ৫. গুচ্ছগ্রামবাসীদের স্বাবলম্বী হওয়ার জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি, বেসরকারি চাকুরীতে অগ্রাধিকার ৬. গুচ্ছগ্রামবাসীদের জন্য শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির সমন্বয়ক ডাঃ খোরশেদ আলম, মাওলানা হাবিবুর রহমান ও ছাত্রনেতা কফিল উদ্দিন সহ বিভিন্ন স্থরের মানুষ ও সাংবাদিকবৃন্দ।