হ্লাসিং থোয়াই মারমা; বান্দরবান প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত পাঁচ শিক্ষার্থীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও রাঙ্গামাটির কাউখালীতে এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে বান্দরবানে।
রোববার (২০ এপ্রিল) বেলা ৩টায় বান্দরবান সদরের ট্রাফিক মোড় এলাকায় বান্দরবান আদিবাসী ছাত্র সমাজের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্ররা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের ওপর এমন ঘৃণ্য ঘটনা আত্মবিধ্বংসী কাজ। আগেও যেমন একটিরও বিচার হয়নি তেমনি এখনো বিচার কিংবা আইনে আওতায় আনা হচ্ছে না। এদেশের নাগরিক হয়েও সুষ্ঠু বিচার পাচ্ছি না। এ বিচার বহির্ভূত সংস্কৃতি একদিনে তৈরি হয়নি। পাহাড় ও সমতলে ধর্ষণের ঘটনা ঘটেছে। তাই অপহৃত পাঁচ শিক্ষার্থীকে অতিদ্রুত নিঃশর্তভাবে সুস্থ শরীরে মুক্তি ও আদিবাসী ছাত্রীকে ধর্ষনের বিচারের আইনে আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য যথাযথ প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন আদিবাসী শিক্ষার্থীরা।
গত ২৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত রাঙামাটির কাউখালীর বড়ডলু গ্রামে মো. ফাহিম (২৫) এক আদিবাসী নারীকে নিজ বাসায় আটকে রেখে অমানবিক শারীরিক নির্যাতন, ধর্ষণ ও জোরপূর্বক ধর্মান্তর করে বলে অভিযোগ ওঠে। ১৭ এপ্রিল ওই নারী কোনোমতে পালিয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি প্রশাসন মামলা দায়েরের তিন দিন পেরিয়ে গেলেও।
সমাবেশে উপস্থিত ছিলেন, অধিকার কর্মী জন ত্রিপুরা, বাংলাদেশ মারমা ষ্টুডেন্ট কাউন্সিল সাধারণ সম্পাদক অংশৈসিং মারমা, উলিসিং মারমা, শিক্ষার্থী চিতন তংচঙ্গ্যা, পায়াং ম্রো ও উশৈহ্লাসহ শিক্ষার্থীরা।
মন্তব্য করুন