এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার, চট্টগ্রামঃ
“এবারের মূল প্রতিপাদ্য বিষয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষণ: সুস্থ দেহ, সুস্থ মন’’এই প্রতিপাদ্য নিয়ে পুষ্টি সেবার সহজ প্রাপ্যতায় কর্মজীবীদের অংশীদারিত্ব নিশ্চিতকরন স্বপ্ন প্রকল্প – (২য় পর্যায়) এর ১৫ নভেম্বর ২০২৪ ইং তারিখে চট্টগ্রামের বন্দরটিলার এলাকায় আজাদ মঞ্জিল কলোনী, আলীশাহ্ পাড়া, আকমল আলী রোড সংলগ্ন চট্টগ্রামে দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৪ ও পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বাস্তবায়নে রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (রেডি) এবং সহযোগীতায় গেইন এবং ভিএফ।
উক্ত অনুষ্ঠানে র্যালী ও আলোচনা সভা এবং পুষ্টি ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনে একজন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা প্রদান, অভিজ্ঞ পুষ্টিবিদ দ্বারা পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান, ডায়েট চার্ট প্রদান, বিএমআই ক্যালকুলেশন এবং প্রেসার মাপা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে পুষ্টি ও খাদ্য বিষয়ে বিভিন্ন তথ্য প্রদান।
যে সকল অতিথি উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক, রেডি, জিএম রেজা সুমন, ম্যানেজার গেইন, ডঃ আব্দুর রহমান মুরাদ, মোহাম্মদ ফারহান ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ডঃ মোঃ নাহিদুল আলম, মোহাম্মদ হাকিম সেলিম রেজা, প্রভাষক ইউনানী মেডিকেল কলেজ, চট্টগ্রাম, সাকলাইন মোস্তাক, উপ-সহকারী প্রকৌশলী, ইস্টার্ন ক্যাবল লিমিটেড ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশকিছু স্টল বসানো হয়।
০১। স্বপ্ন প্রকল্প কর্নার।
০২। স্বাস্থ্য ও পুষ্টি পরামর্শ কর্নার।
০৩। ডায়াবেটিস সেবা কর্নার।
০৪। কমিউনিটি পর্যায়ে কার্যক্রমের স্থিরচিত্র।
০৫। কমিউনিটি পুষ্টি সেন্টার।
০৬। গণস্বাক্ষর সংগ্রহ কেন্দ্র।
০৭। তথ্য কেন্দ্র, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
০৮। রেজিস্ট্রেশন বুথ।
মন্তব্য করুন