রুমা প্রতিনিধিঃ
রুমাবার্তা নিউজ পোর্টাল অফিস কার্যক্রম অব্যাহত রাখতে ল্যাপটপ প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোনের সুদৃঢ় ছত্রিশ বীরের জোন কমান্ডার বিএ-৭৪০৪ লেঃ কর্নেল মোঃ আলমগীর হোসেন,পিএসসি।
আজ বুধবার দুপুরে রুমা জোনের কার্যালয়ের সামনে একটি ল্যাপটপ প্রদান করা হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন রুমাবার্তা অনলাইন নিউজ পোর্টালে ভারপ্রাপ্ত সম্পাদক হ্লাথোয়াইচিং মার্মা(ভান্তে), উপদেষ্টার সদস্য সচিব মো. আবু বক্কর ছিদ্দিক, নির্বাহী সম্পাদক মংহাইথুই মারমা ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চনুমং মারমা প্রমূখ।
এ সময় জোন কমান্ডার বলেন, সংবাদ পরিবেশনার ক্ষেত্রে সকল সাংবাদিকেরা বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। সত্যকে উদ্ঘাটন করার পর সকল নিউজ পাবলিশ করবেন, তাকে সাধারন জনগণের উপকার হবে।
মন্তব্য করুন