উবাসিং মারমা; নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রুমা উপজেলা সেনাবাহিনীর পক্ষ থেকে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) দুপুর রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা সদরের বিভিন্ন ওয়ার্ডের গরিব ও অসহায় মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন, পিএসসি (৩৬)বীর এবং ক্যাপ্টেন কাজী মো: আরাফ হাসান উদয়, এডজুট্যান্ট।
এ সময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু সমাজের কিছু মানুষ অভাব-অনটনের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। আমরা আমাদের এই সামান্য সহায়তার মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর সামান্য প্রচেষ্টা চালাচ্ছি।
তিনি আরো বলেন, ভবিষ্যতেও গরিব ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আলমগীর হোসেন।
মন্তব্য করুন