সিএইচটি বার্তা ডেস্কঃ
চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (১০ আগষ্ট) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা শাহবাগ মোড় অবরোধ ও সমাবেশ করেন।
এই অবরোধের ফলে মৎস্য ভবন থেকে শাহবাগ রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শাহবাগ, শাহবাগ থেকে ফার্মগেট এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই অবরোধের ফলে যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন।
শাহবাগে আসা আন্দোলনকারীদের চার দফা দাবিগুলো হলো— সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। এই দাবির জন্য অবরোধে আসা আন্দোলনকারীরা নানান স্লোগান দিতে থাকে।
সনাতনী নাগরিকদের পক্ষে মিছিল নিয়ে আসা অনেকের সাথে কথা বলে জানান, সরকারকে তিন দিন সময় বেঁধে দিতে চাই। আমাদের দাবিগুলো যৌক্তিক। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেয়া হয়।
সনাতন ধর্মাবলম্বীদের এ কর্মসূচিতে জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অবরোধের সমর্থনে আসা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্রসহ বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নাগরিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ, বিভিন্ন জায়গায় হিন্দু মা-বোনদের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
মন্তব্য করুন