Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অপহরণ হওয়া য়ংরাও ম্রোকে আজ পাওয়া গেছে

  • প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে
print news

 

 

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি:

 

অপহরণ হওয়া য়ংরাও ম্রোকে আজ বিকাল ৫ ঘটিকায় রাজবিল্লাহ চেমী ডলু পাড়া বাজারে পাওয়া গেছে বলে জানা গেছে। গত ১১ আগষ্ট রবিবার আনুমানিক বিকাল ৫ ঘটিকায় বান্দরবান বাজারে ড্রাগন ফল বিক্রি করতে এসে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাতনামা স্থানে। পাড়াবাসী আত্মীয়-স্বজন, প্রশাসনসহ ও বিভিন্ন মহলের জনগণের সহযোগিতায় সুস্থ অবস্থায় ফিরে পেয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছেন য়ংরাও ম্রো’র মা-বাবা ও তাঁর পরিবার।

 

আজ (১৫ আগস্ট) বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় বিভিন্ন মহলের যোগাযোগের সহযোগিতায় চেমী ডলু পাড়া বাজার এলাকায় তাকে কে বা কারা রেখে চলে যায়।

 

অপহরণের কারণ জানতে চাইলে য়ংরাও ম্রো সিএইচটি বার্তা ডট কম-কে বলেন, আনুমানিক বিকাল সাড়ে ৪ ঘটিকায়” ইব্রাহিম অটো ইঞ্জিনিয়ারিং ওয়াকশপে” আমার মোটর বাইকটি কাজ করেছিলাম। এমন সময় অপরিচিত তিনজন এসে চা খাওয়ার জন্য আমাকে ডেকে নিয়ে যাই বান্দরবান ১নং বাস স্টেশনে। বাস স্টেশনে পৌঁছলে পিস্তল ঠেকিয়ে আমাকে সিএনজিতে উঠায় ও চোখ বেঁধে দেই। তারপর আমাকে অজ্ঞাতনামা জায়গায় নিয়ে যায় এবং পকেটে থাকা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেই। তবে আমি ঠিক বলতে পারছিনা ওরা কারা !

 

য়ংরাও ম্রো আরো বলেন, দিনের বেলা আমাকে মাঝে মাঝে চোখ বেঁধে রাখে। কিন্তু রাতের বেলায় চোখ বাঁধা পুরোপুরি খুলে দেই। য়ংরাও ম্রো কাছে আরো অনেক কিছু জানতে চাওয়া হলে পুরোপুরি বলতে নারাজ তিনি।

 

এ ব্যাপারে নাম প্রকাশের অনিচ্ছুক ম্রো সমাজের কয়েকজন খুব তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ভবিষ্যতে ম্রো জাতিকে নিয়ে কোন সন্ত্রাস গ্রুপ যদি আরেকবার অপহরণের ঘটনা ঘটায়, তাহলে যে সন্ত্রাসই হোক ওই সন্ত্রাস গ্রুপটাকে আমরা আর ছাড় দেয়া হবে না”

 

এ ব্যাপারে বান্দরবান সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জলিলের নিকট য়াংরাও ম্রো অপহ্নতের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জরুরি কাজে ব্যস্ত থাকায় কোন মন্তব্য পাওয়া যায়নি।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

অপহরণ হওয়া য়ংরাও ম্রোকে আজ পাওয়া গেছে

প্রকাশিত: ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
print news

 

 

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি:

 

অপহরণ হওয়া য়ংরাও ম্রোকে আজ বিকাল ৫ ঘটিকায় রাজবিল্লাহ চেমী ডলু পাড়া বাজারে পাওয়া গেছে বলে জানা গেছে। গত ১১ আগষ্ট রবিবার আনুমানিক বিকাল ৫ ঘটিকায় বান্দরবান বাজারে ড্রাগন ফল বিক্রি করতে এসে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাতনামা স্থানে। পাড়াবাসী আত্মীয়-স্বজন, প্রশাসনসহ ও বিভিন্ন মহলের জনগণের সহযোগিতায় সুস্থ অবস্থায় ফিরে পেয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছেন য়ংরাও ম্রো’র মা-বাবা ও তাঁর পরিবার।

 

আজ (১৫ আগস্ট) বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় বিভিন্ন মহলের যোগাযোগের সহযোগিতায় চেমী ডলু পাড়া বাজার এলাকায় তাকে কে বা কারা রেখে চলে যায়।

 

অপহরণের কারণ জানতে চাইলে য়ংরাও ম্রো সিএইচটি বার্তা ডট কম-কে বলেন, আনুমানিক বিকাল সাড়ে ৪ ঘটিকায়” ইব্রাহিম অটো ইঞ্জিনিয়ারিং ওয়াকশপে” আমার মোটর বাইকটি কাজ করেছিলাম। এমন সময় অপরিচিত তিনজন এসে চা খাওয়ার জন্য আমাকে ডেকে নিয়ে যাই বান্দরবান ১নং বাস স্টেশনে। বাস স্টেশনে পৌঁছলে পিস্তল ঠেকিয়ে আমাকে সিএনজিতে উঠায় ও চোখ বেঁধে দেই। তারপর আমাকে অজ্ঞাতনামা জায়গায় নিয়ে যায় এবং পকেটে থাকা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেই। তবে আমি ঠিক বলতে পারছিনা ওরা কারা !

 

য়ংরাও ম্রো আরো বলেন, দিনের বেলা আমাকে মাঝে মাঝে চোখ বেঁধে রাখে। কিন্তু রাতের বেলায় চোখ বাঁধা পুরোপুরি খুলে দেই। য়ংরাও ম্রো কাছে আরো অনেক কিছু জানতে চাওয়া হলে পুরোপুরি বলতে নারাজ তিনি।

 

এ ব্যাপারে নাম প্রকাশের অনিচ্ছুক ম্রো সমাজের কয়েকজন খুব তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ভবিষ্যতে ম্রো জাতিকে নিয়ে কোন সন্ত্রাস গ্রুপ যদি আরেকবার অপহরণের ঘটনা ঘটায়, তাহলে যে সন্ত্রাসই হোক ওই সন্ত্রাস গ্রুপটাকে আমরা আর ছাড় দেয়া হবে না”

 

এ ব্যাপারে বান্দরবান সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জলিলের নিকট য়াংরাও ম্রো অপহ্নতের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জরুরি কাজে ব্যস্ত থাকায় কোন মন্তব্য পাওয়া যায়নি।