সিনিয়র প্রতিবেদক, রাঙামাটিঃ
রাঙামাটি পৌরসভার সদ্য সাবেক মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী ও পৌর আওয়ামীলীগের সভাপতি সোলায়মান চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাঙামাটির পাশ্ববর্তী রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার সময় মাটি চাপায় শিশুসহ তিন জন নিহত হওয়ার ঘটনায় এই মামলা দায়ের করা হয়। গত ২৭শে আগষ্ট চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কাজী শহিদুল ইসলাম এর আদালতে এই মামলাটি দায়ের করেন মোঃ নাজিম উদ্দিন নামের এক ভূক্তভোগী। আদালত মামলাটি আমলে নিয়ে রাঙ্গুনিয়া থানাকে মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশনা দিয়েছেন। এই মামলায় প্রধান আসামী করা হয়েছে সাবেক মন্ত্রী রাঙ্গুনিয়ার এমপি হাসান মাহমুদকে।
বিগত ২০১৭ সালের ৩০শে ডিসেম্বর রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বন বিভাগের সংরক্ষিত লেলাং পাহাড়ে দুপুর ১২ টার সময় এক নং আসামীর পালিত সন্ত্রাসীরা মাটি কাটার সময় পাহাড়ের মাটি চাপা পড়ে রাঙ্গুনিয়ার মোহাম্মদপুর গ্রামের মোঃ আমির আলী (৩২), দিদারুল আলম (২৫) ও মোঃ আকিব (১০) নামের তিনজন নিহত হয়। উক্ত মাটি চাপা পড়া পাহাড়টি আওয়ামীলীগ সরকারের সাবেক মন্ত্রী হাসান মাহমুদের দখল করা এবং তাহার নির্দেশে মাটি কাটা হচ্ছিলো বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে। এই মামলায় সর্বমোট ২৭৮ জনকে আসামী করা হয়েছে।
এদিকে, গত ৫ই আগষ্টের ক্ষমতাচ্যুতির পর হতে অদ্যবদি পর্যন্ত রাঙামাটিতে রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামীলীগ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের পক্ষ থেকে কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। রাঙামাটির সাবেক মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন ও পৌর আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সোলায়মানের বিরুদ্ধে পাশ্ববতী রাঙ্গুনিয়া থানার ঘটনায় হত্যা মামলা দায়ের করার পাশাপাশি রাঙামাটি জেলা আওয়ামীলীগের অনেক প্রভাবশালী নেতার বিরুদ্ধে মামলা না হওয়ার বিষয়টি রাঙামাটিতে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।
উল্লেখ্য, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান নির্বাচনী প্রচার চালানোর সময় ভেদভেদীতে আক্রমন করায় ও বৈষম্য ছাত্র আন্দোলনের সময় রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রীর গায়ে হাত দেয়া মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য থাকে যে, কতুকছড়ি ত্রিদিব নগর তৃতীয় শ্রেনী জমি প্রথম শ্রেণী দেখিয়ে ৫ কোটি ৩৪ লক্ষ টাকা সরকারি তসরুপ করেছে বলে অভিযোগে জানাগেছে। রাঙামাটি পৌরসভার নানামুখী অনিয়ম দুর্নীতির বিষয়ে মামলা আরো হবে বলে জানিয়েছে, ইউজি ত্রি ইউজি ফোর প্রকল্পের নয়-ছয় করার অভিযোগ উঠেছে।
মন্তব্য করুন