বিশেষ প্রতিবেদক, রাঙামাটিঃ
অবশেষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যালেন্সার এর পদ থেকে অব্যাহতি। গত ১৮ আগষ্ট রাতে প্রফেসার ড. সেলিনা আকতার ভাইস চ্যান্সেলর স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রতিবেদকের হস্তান্তর হয়।
তিনি পদত্যাগপত্রে লিখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখার ১৯/০৯/২০২২ তারিখের স্বারক নং- ৩৭-০০-০০০০-০৭৬-১১-০০৩-১২-১৬২ এর প্রজ্ঞাপন অনুযায়ী আমি ২০/০৯/২০২২ তারিখে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করি। বতমানে ব্যক্তিগত ও পারিবারিক কারনে আমি অনতিবিলম্বে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেন্সার এর পদ থেকে অব্যাহতি চাইছি।
অতএব আমার অব্যাহতিপত্র গ্রহন করে আমার মুল বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট (ব্যবস্থাপনা) বিভাগে পুনরায় যোগদানের অনুমতি প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।