রিপন ওঝা, মহালছড়িঃ
পার্বত্য চট্টগ্রামে মানব উন্নয়ন কার্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র পাহাড়ি সম্প্রদায়ের জন্য আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ২০২৪, মহালছড়ির ধুমনিঘাট নতুন পাড়ার বাসিন্দা নীতিময় চাকমা (তাতরু)-কে একটি নতুন টিনসেড ঘর নির্মাণ করে দিলেন খাগড়াছড়ি রিজিওনের মহালছড়ি সেনা জোন।
নতুন ঘর পেয়ে নীতিময় চাকমার পরিবার উচ্ছাস প্রকাশ করে নীতিময় বলেন, বৃষ্টি হলে আমার আগের ঘরের চাল দিয়ে পানি পড়ত, পরিবার নিয়ে বসবাসে অনেক কষ্ট করে থাকতে হতো কিন্তু এখন আর কষ্ট করতে হবে না। তিনি মহালছড়ি জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উদ্যোগকে সাধুবাদ জানান।
এ প্রসঙ্গে মহালছড়ি জোনের জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে গৃহনির্মাণ, শিক্ষা, চিকিৎসা সেবা, সুপেয় পানির ব্যবস্থা করে দেয়ার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে অগ্রযাত্রা অব্যাহত থাকবে।