Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন, ক্ষমা মহৎ গুণ

print news

 

 

এম এস শ্রাবণ মাহমুদ, চট্টগ্রামঃ

 

প্রাক্তন তুমি আছো আজও, স্মৃতির ভাঁজে লুকিয়ে,

মন খোঁজে তোমায় গভীর রাতে, একাকী নির্জনে।

কখনো কি মনে পড়ে তোমারও সেই দিন,

যখন আমরা ছিলাম এক, ছিলো না কোনো দূরত্বের চিন।

চিঠির পাতায় লেখা ছিলো স্বপ্নের যত গান,

তুমি ছিলে আমার, আমি ছিলাম তোমার জান।

সময়ের পথ চলার বাঁধা পড়লো সুর,

তোমার আমার গল্পটা হারিয়ে গেলো বহুদুর।

এখনো দেখি আকাশে চাঁদ, তখন যেমন দেখতাম,

সেই রাতের আলোয় তোমার মুখ মনে পড়তাম।

ভালো থেকো তুমি, প্রাক্তন, দূরে থেকেও কাছে,

তোমার স্মৃতির আমাকে রাখে ভালোবাসার আঁচে।

সময় হয়তো থেমে যায় না, তবে থামে না মন,

প্রাক্তন, তুমি আছো আজও, আমার মনের কণায় গোপনে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন, ক্ষমা মহৎ গুণ

প্রকাশিত: ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
print news

 

 

এম এস শ্রাবণ মাহমুদ, চট্টগ্রামঃ

 

প্রাক্তন তুমি আছো আজও, স্মৃতির ভাঁজে লুকিয়ে,

মন খোঁজে তোমায় গভীর রাতে, একাকী নির্জনে।

কখনো কি মনে পড়ে তোমারও সেই দিন,

যখন আমরা ছিলাম এক, ছিলো না কোনো দূরত্বের চিন।

চিঠির পাতায় লেখা ছিলো স্বপ্নের যত গান,

তুমি ছিলে আমার, আমি ছিলাম তোমার জান।

সময়ের পথ চলার বাঁধা পড়লো সুর,

তোমার আমার গল্পটা হারিয়ে গেলো বহুদুর।

এখনো দেখি আকাশে চাঁদ, তখন যেমন দেখতাম,

সেই রাতের আলোয় তোমার মুখ মনে পড়তাম।

ভালো থেকো তুমি, প্রাক্তন, দূরে থেকেও কাছে,

তোমার স্মৃতির আমাকে রাখে ভালোবাসার আঁচে।

সময় হয়তো থেমে যায় না, তবে থামে না মন,

প্রাক্তন, তুমি আছো আজও, আমার মনের কণায় গোপনে।