মথি ত্রিপুরা; ভ্রাম্যমান প্রতিনিধি:
আজ পহেলা মে দিবস। প্রতি বছর মে ১ তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক মে দিবস বা শ্রমিক দিবস। যা সচরাচর মে দিবস নামে পরিচিত।
আজ পহেলা (১লা) মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ এর প্রতিপাদ্য “শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’’ শুরুর দিকে এই দিবসটি বিভিন্ন সামাজিক ও সমাজতান্ত্রিক সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলো পালন করত। বর্তমানে ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৮০টি দেশে দিবসটি পালন করা হয়।
এই দিবসের পেছনের আসল প্রতিবাদটি হয়েছিল যুক্তরাষ্ট্রে। কিন্তু সেখানে এটি পালন করা হয় সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার খুব সংক্ষেপে। এখন আমরা পরিপূর্ণভাবে দিবসটি পালন করেছি।
এক সময় শ্রমিকদের নির্দিষ্ট কর্ম ঘন্টা বিশ্রাম বা বিনোদন বলতে কিছুই ছিলনা। মালিকের ইচ্ছা অনুযায়ী তাদেরকে এক টানা ১৬/ ১৭ ঘন্টা কাজ করতে হতো। ১৮৮৬ সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েন ৮ ঘন্টা কাজের দাবিতে একটি স্লোগান ঠিক করেন। ” আট ঘন্টা কাজ, আট ঘন্টা বিনোদন এবং আট ঘন্টা বিশ্রাম। তার এই চিন্তা থেকে উদ্বুদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের ট্রেড উনিয়গুলো দিনে ৮ ঘন্টা কাজের দাবিতে প্রতিবাদ কর্মসূচি শুরু করে। এরই ধারাবাহিকতায় সবচেয়ে বড় আন্দোলন হয়।
পহেলা মে শিকাগো শহরে। যেখানে প্রায় ৪০ হাজার শ্রমিক সমবেত হয়। এই সময় পুলিশ ও বিক্ষোপকারীদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। একজন মারা যায় ও অনেকে আহত হয়। পুলিশি হামলাই ক্ষুব্দ ও উত্তেজিত বিক্ষোভকারী এবং শ্রমিক নেতারা ৪ই মে শিকাগো শহরের বিখ্যাত হেমার্কেট স্কয়ারে কর্মসূচি ডাক দেয়। সমাবেশে অজ্ঞাতনামা এক ব্যক্তি পুলিশকে লক্ষ করে বোমা ছোড়ে। ফলে প্রায় ১০ – ১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়।
পরবর্তীতে ১৮৮৯ সাল থেকে ১৯০৪ সাল পর্যন্ত প্যারিস ও আমস্টারডাম শহরে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব সম্মেলনে আন্তর্জাতিক শ্রমিক সংস্থাগুলো দৈনিক ৮ ঘন্টা কাজ করার দাবি আদায়ের জন্য বিশ্বজুড়ে ১মে বাধ্যতামূলকভাবে কাজ না করার এবং মিছিল ও শোভাযাত্রা আয়োজন করে। উপরোক্ত দাবিগুলো আদায়ের সচেষ্ট থাকার আহ্বান জানায়।
পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এই দিবসটি সরকারী ভাবে পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়। এর ফলের শ্রমিকদের দৈনিক ৮ ঘন্টা কাজ করার দাবী অধিকারের পরিণত হয়।
মন্তব্য করুন