রিপন মারমা, কাপ্তাইঃ
“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ও বেসরকারি উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ার এর উদ্যোগে এবং কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (৪ ডিসেম্বর) বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে এদিন সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ।
এসময় তিনি বলেন, সমাজের দায়িত্বশীল সকলের প্রচেষ্টাই প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তিকে মূল স্রোত দ্বারায় সম্পৃক্ত করার জন্য সহযোগিতা করতে হবে। সবার সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে একদিন প্রতিবন্ধি নারী-পুরুষরাও সমাজের অন্য দশজন মানুষের মতো নিজের প্রতিভা বিকশিত করতে সক্ষম হবে।
কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন এবং রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী নারী ও পুরুষের মাঝে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম এর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়।