Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমি ঘুরে দাঁড়াব

print news

আমি ঘুরে দাঁড়াব

কবি :লোক মিত্র ভিক্ষু

ঘুরে দাঁড়াবো না কেন?

আমি ঘুরে দাঁড়াব

কেড়ে নিয়েছ সব অধিকার

সৃজনশীলতাকে করেছ পঙ্গু

দিতে হবে আমাদের স্বাধীকার।

আমি ঘুরে দাঁড়াব

কতদিন রাখবে শৃঙ্খলে বন্ধী,

করেছ সব আদিবাসীদের প্রতিবন্ধী।

আমি ঘুরে দাঁড়াব

ভাষা, সাহিত্য, ঐতিহ্য সব আছে আমার,

আমি কেন, ক্ষুদ্রনৃগোষ্ঠী, উপজাতি?

আমি পার্বত্যের বুকে ভুমিপুত্র আদিবাসী।

আমি ঘুরে দাঁড়াব

নেই আমার বাকস্বাধীনতা,

আমি ব্যাথা পায়, মা, বাবা ভাই মরে,

এই কথাটি বলতে অন্যরা কেন লাথি মারে?

আমি ঘুরে দাঁড়াব

জানুক বিশ্ববাসী,

জন্মেছি এই দেশে কেন আমি পরবাসী?

আমি ঘুরে দাঁড়াব

অধিকার চাওয়া নয় কোন অপরাধ,

শাসকদের মনে এতই কেন তফাৎ।

আমি ঘুরে দাঁড়াব

ফিরিয়ে আনব সকল মৌলিক অধিকার।।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

আমি ঘুরে দাঁড়াব

প্রকাশিত: ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
print news

আমি ঘুরে দাঁড়াব

কবি :লোক মিত্র ভিক্ষু

ঘুরে দাঁড়াবো না কেন?

আমি ঘুরে দাঁড়াব

কেড়ে নিয়েছ সব অধিকার

সৃজনশীলতাকে করেছ পঙ্গু

দিতে হবে আমাদের স্বাধীকার।

আমি ঘুরে দাঁড়াব

কতদিন রাখবে শৃঙ্খলে বন্ধী,

করেছ সব আদিবাসীদের প্রতিবন্ধী।

আমি ঘুরে দাঁড়াব

ভাষা, সাহিত্য, ঐতিহ্য সব আছে আমার,

আমি কেন, ক্ষুদ্রনৃগোষ্ঠী, উপজাতি?

আমি পার্বত্যের বুকে ভুমিপুত্র আদিবাসী।

আমি ঘুরে দাঁড়াব

নেই আমার বাকস্বাধীনতা,

আমি ব্যাথা পায়, মা, বাবা ভাই মরে,

এই কথাটি বলতে অন্যরা কেন লাথি মারে?

আমি ঘুরে দাঁড়াব

জানুক বিশ্ববাসী,

জন্মেছি এই দেশে কেন আমি পরবাসী?

আমি ঘুরে দাঁড়াব

অধিকার চাওয়া নয় কোন অপরাধ,

শাসকদের মনে এতই কেন তফাৎ।

আমি ঘুরে দাঁড়াব

ফিরিয়ে আনব সকল মৌলিক অধিকার।।