আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ
কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন সিপিপি পিএইপি-২ প্রকল্প আলীকদম উপজেলা কর্তৃক সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে দ্যা দামতুয়া ইন হোটেল রিসোর্ট হলরুমে আলীকদম কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে উপজেলার ৩০ জন সুফলভোগীর অংশগ্রহণে এই সামাজিক প্রবেশাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
জুনিয়র প্রোগ্রাম অফিসার (এগ্রোইকোলজি) উসিনু মার্মার সভাপতিত্বে কারিতাস সিপিপি পিএইপি -২ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা থোয়াইনু মার্মা, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উসুইচিং মার্মা, ইউনিয়ন সমাজ কর্মী শুভদিনী চাকমা সহ কারিতাস সিপিপি পিএইপি২ প্রকল্পের আলীকদম উপজেলার সকল কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার সকল মানুষের কথা ভেবে প্রয়োজনীয় সকল সেবা পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু সঠিক তথ্য না জানার কারণে সাধারণ মানুষ এই সেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে কৃষি ভিত্তিক, প্রাণী সম্পদ ভিত্তিক, মহিলা বিষয়কসহ বিভিন্ন ডিপার্টমেন্টগুলো সাধারণ মানুষের জন্য সবসময় সেবা দিয়ে থাকে। এই সেমিনারে মুলত সরকারের বিভিন্ন দপ্তর কি কি সেবা দিয়ে থাকে এবং তা কিভাবে সাধারণ মানুষ পেতে পারে সেই সম্পর্কে সকলকে অবহিত করা হয়।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, সরকারি দপ্তরগুলো জনগনকে সেবা প্রদানের জন্য সদাপ্রস্তুত তাই সেবা গ্রহনের জন্য সরকারি দপ্তরে যোগাযোগের জন্য অনুরোধ জানান।