সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ; আলীকদম (বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে কলারঝিরি লাংরি পাড়া ম্রো আনন্দ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ পরম পূজনীয় প্রয়াত ভদন্ত উঃ পঞাওয়াইংচা ভিক্ষুর মহা অন্ত্যেষ্টেক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার ও শনিবার (২২-২৩ নভেম্বর )আলীকদম কলারঝিরি লাংরি পাড়া ম্রো আনন্দ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ পরম পূজনীয় প্রয়াত ভদন্ত উঃ পঞাওয়াইংচা ভিক্ষুর মহা অন্ত্যেষ্টেক্রিয়া অনুষ্ঠানেবি ভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহা সমারোহে উদ্যাপিত হয়।
শনিবার সকাল থেকেই কলার ঝিরি ম্রো পাড়া আনন্দ বৌদ্ধ বিহারে মাতামুহুরি অনথালয়ের পরিচালক ভদন্ত উ-উইচারা মহাথের ভান্তের সঞ্চালনায় পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত পঞানন্দা মহাথের ভান্তের দেশনায় বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা,প্রদীপ প্রজ্বলন, বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, ভিক্ষুসংঘের পিন্ডদান, প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের নৈর্বাণিক শান্তি কামনায় বুদ্ধপূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান করা হয়। বিকালে আলং ও সইং নৃত্য পরিবেশ সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে উদ্যাপিত হয় অনুষ্ঠান।
এসময় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি অংহ্লাচিং মার্মা হেডম্যান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রোসহ হাজারো পূর্ণার্থী উপস্থিত ছিলেন।
বিকাল ৪ ঘটিকার সময় বিহার প্রাঙ্গনে প্রয়াত ভদন্ত উঃ পঞাওয়াইংচা ভিক্ষুর পবিত্র শবদেহে আতশবাজি প্রজ্বলনের মাধ্যমে অগ্নিসংযোগ করা হয়।