নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
আজ দুপুরে বান্দরবান শহীদ আবু সাইদ মুক্তমঞ্চের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবানের আদিবাসী ছাত্র জনতা। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীদের সঙ্গে আলোচনা ব্যতীত অর্ন্তবর্তীকালীন সরকারের সুপ্রদীপ চাকমাকে উপদেষ্টা নিয়োগে বান্দরবানের আদিবাসী ছাত্র জনতার প্রতিবাদ জানিয়েছেন।
এ সময় শিক্ষার্থীদের হাতে নানা রকম প্লে-কার্ড, ফেষ্টুন ও ব্যানার নিয়ে অর্ন্তবর্তীকালীন সরকারের আদিবাসী অংশীজনের সাথে আলোচনা ব্যতীত আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সুপ্রদীপ চাকমাকে নিয়োগে ক্ষুব্ধ পার্বত্য বান্দরবানের আদিবাসী ছাত্র জনতা।
প্রতিবাদ সমাবেশে বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগে স্থানীয়দের সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই নিয়োগ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম একটি বিশেষায়িত অঞ্চল হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে পাহাড়ে মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেনি বলে দাবী শিক্ষার্থীদের। কোন রকম আলাপ আলোচনা না করে র্পাবত্য এলাকার জন্য যাকে প্রতিনিধি করা হয়েছে তার তীব্র নিন্দা জানায়।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে বান্দরবান শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বান্দরবানের মারমা, চাকমা. ত্রিপুরা, তঞ্চগ্যা, খেয়াং, খুমি সহ কয়েকশ শিক্ষার্থী ও সচেতন জনতা অংশ নেন।