ছবিঃ প্রতীকি
নিজস্ব প্রতিবেদক,রাঙামাটিঃ
আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউপিডিএফ আগামীকাল ১৫ মে বুধবার ভোর ৫:০০ ঘটিকা থেকে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় এই সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।
রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা আগামীকালের আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করার জন্য বাস-ট্রাক-লঞ্চসহ সকল যানবাহন ও পরিবহন মালিক-শ্রমিক সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ্যামবুলেন্স, ফায়ার সার্ভিস, জরুরী ঔষধ ও বিদ্যুৎ সরবরাহের গাড়ি, সংবাদপত্র ও সাংবাদিক পরিবহনকারী যান অবরোধের আওতামুক্ত থাকবে বলে তিনি জানান।