রাজস্হলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, শুক্রবার (২৬ জানুয়ারী) ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের দুস্থ ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন।
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় হতদরিদ্র মানুষের জনজীবন।
শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান আদোমং মারমা।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার তীব্র শীতে দুস্থ ও বয়স্কদের মাঝে কম্বল বিতরন কর্মসূচি উপলক্ষে বাঙ্গালহালিয়া ইউনিয়নের দুস্থ ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পুলক বড়ুয়া, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, সকল ইউপি সদস্য এবং আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, প্রধান জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসেবে বরাদ্দ দেওয়া তীব্র শীতে অসহায় দুস্থ ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেছি। এই ধরনের উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।