সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধিঃ
সীমান্তের অতন্দ্র প্রহরী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পার্বত্য জেলা খাগড়াছড়ির ঐতিহাসিক রামগড় ৪৩ ব্যাটালিয়ন এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। ৩১ জুলাই ২০২৪ ইং (বুধবার) দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সৈয়দ ইমাম হোসেন এর সভাপতিত্বে ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কাঁটা, মিলাদ মাহফিল. আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল আবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩ বিজিবির অধিনায়ক আলমগীর কবীর, ৪০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। এছাড়াও রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) রামগড় মিসেস ইসমত জাহান তুহিন, ৪৩ বিজিবির উপ অধিনায়ক নুর উদ্দিন, সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন, রামগড় থানার (ওসি) দেবপ্রিয় দাস, রামগড় প্রেস ক্লাব সভাপতি শ্যামল রুদ্র, উপজেলা প্রেস ক্লাব সভাপতি নিজাম উদ্দিন, রিপোর্টাস ইউনিটি সভাপতি বাহার উদ্দিন, সহ জনপ্রতিনিধি, সুশীল ব্যাক্তিবর্গ সামরিক বাহিনীর কর্মকর্তা উপজেলার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বিজিবির সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১৭৯৫ সালে ২৯জুন রামগড়ে সর্বপ্রথম লোকাল ব্যাটালিয়ন নামে সৃষ্টি হয় এই বাহিনীর তখন বাহিনীটির সৈনিক সংখ্যা ছিল ৪৪৮ জন, এর পর ১৮৬১_৯৫তে ফ্রন্টিয়ার গার্ডস, ১৮৯১_১৯১৯তে বেংগল মিলিটারি পুলিশ, ১৯২০_৪৬তে ইস্টান ফ্রন্টিয়ার রাইফেলস্, ১৯৪৭-১৯৭১তে ইস্ট পাকিস্তান রাইফেলস, ১৯৭২তে বাংলাদেশ রাইফেলস এবং ২০১০সালে বর্ডার গার্ড বাংলাদেশ নাম করণ করা হয় এই বাহিনীর।