জিপিএ – ৫ পেল ৪৩ জন
রিপন মারমা, কাপ্তাইঃ
মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বরাবরই মতো সাফল্য ধরে রেখেছে রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। ওয়েবসাইটের মাধ্যমে তিন পার্বত্য জেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এই বছর তিন পার্বত্যঞ্চলে সেরা স্থান দখল করে নিয়েছেন কাপ্তাইয়ের স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহবুব আহমদ শাহজালাল জানান, এই বছর আমাদের প্রতিষ্ঠান হতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিষয়ে মোট ১ শত ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাস করেছেন। তৎমধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৪৩ জন। আমাদের প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যে আমরা খুশি।
ছবির ক্যাপশন: কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফাইল ছবি।