রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ
পার্বত্য জেলা রাঙ্গামাটি কাপ্তাইয়ে উপজেলা পর্যায়ে এনজিও সমন্বয় সভায় সরকারের স্বাস্থ্য বিভাগের পাশাপাশি এনজিও’রা এগিয়ে আসলে এ কার্যক্রম উন্নয়ন হবে বলে মন্তব্য করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। তিনি আরও বলেন, উপজেলা এনজিও ১২ টি চলমান আছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের কথা বলে যারা কাজ করছেন, তারা আসলে কি করছেন, আমরা সঠিকভাবে জানিনা। তিনি সকল উন্নয়ন কর্মকান্ডে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে এনজিও’দের মাসিক সমন্বয় সভা উপজেলা পরিষদ কিন্নরী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সমন্বয় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও কল্যাণ কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। ক্রিষ্ট্রিয়ান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার ও ম্যানেজার এডমিন বিজয় মারমা, উপজেলার বিভিন্ন এনজিও ও সংস্থার প্রতিনিধি গণ, উপজেলা বিভিন্ন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।