প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
এনসিটিবির সামনে আদিবাসী ও অধিকার কর্মীদের উপর হামলায় জড়িতদের শাস্তি ও পাঠ্যবইয়ে আদিবাসী গ্রাফিতি পুর্নবহালের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

বাংলাদেশ আদিবাসী আর্টিষ্ট ইউনিটি উদ্যোগে
সিএইচটি বার্তা ডেস্ক, ঢাকা অফিসঃ
গত ১৫ জানুয়ারী এসসিটিবির সামনে আদিবাসী ও অধিকার কর্মীদের উপর হামলায় জড়িতদের শাস্তি ও পাঠ্যবইয়ে আদিবাসী শব্দ গ্রাফিতি পুর্নবহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বর টিএসসি-তে বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটি-র আয়োজনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্টিত হয়েছে।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, আদিবাসী ছাত্রনেতা সতেজ চাকমা। আরও বক্তব্য রাখেন, আদিবাসী নেতা রিপন চন্দ্র বানাই, উজ্জ্বল আজিম প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৫ জানুয়ারী এসসিটিবির সামনে আদিবাসী ও অধিকার কর্মীদের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবি সহ অবিলম্বে ভুইফোঁড় উগ্রতাবাদী মৌলবাদী সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস ফর সাভারেন্টি নামে জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানান। এই সংগঠনটি রাষ্ট্রদ্রোহী সংগঠন। এই সংগঠনকে অবিলম্বে বন্ধ করতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটির উদ্যোগে প্রাতবাদী সাংস্কৃতিক সমাবেশে অংশগ্রহনকারীরা।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা