মথি ত্রিপুরা ;রুমা (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের রুমা থানচি সড়ক ১২ মাইলের ওয়াই জংশন নামক বাজার এলাকায় ১টি মুদির দোকান ও ২টি ভাতের হোটেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা নাগাদ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ১২ মাইলের ওয়াইজংশন বাজার নামক এলাকায় মোমিনের ভাতের হোটেলে জ্বলন্ত মোমবাতি থেকে আগুনের উৎপত্তি। এতে পাশের আরো ২টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে বান্দরবান সেক্টর থেকে ফায়ার সার্ভিস এসে ৩০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভুক্তভোগী মো: মোমিন জানান, আগুনে সব মিলিয়ে তার প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে।