বিশেষ প্রতিবেদকঃ
পার্বত্যাঞ্চলের শীর্ষস্থানীয় মানবাধিকার ও সামাজিক সংগঠন “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি”,রাঙ্গামাটি পার্বত্য জেলার সাথে ২৮ জানুয়ারী রবিবার থানায় সন্ধ্যা ৭ ঘটিকায় ওসি কতোয়ালী রাঙ্গামাটি মোহাম্মদ আলীর সাথে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ এবং এক মতবিনিয় অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় দেড় ঘন্টা অত্যন্ত সৌহার্দপূর্ণ আলোচনায় সংগঠনের নেতৃবৃন্দ যেকোন ধরনের অপরাধী, ওয়ারেন্ট ভুক্ত আসামী, কিশোর গ্যাং, নেশাগ্রস্থ, ইয়াবা সেবক, ইয়াবা ব্যবসায়ী, ইভটিজিং, সন্ত্রাসীদের দমনে এবং আইনের আওতায় বা গ্রেপ্তারে তথ্য উপাত্তসহ সার্বিক ভাবে সহযোগীতা দেবেন বলে ওসি কতোয়ালী রাঙ্গামাটিকে আশ্বস্ত করেন। ওসি মোহাম্মদ আলী এতে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা সম্বন্বিত ভাবেই সকলের নিরাপত্তার জন্য কাজ করে যাবো। তিনি তার জন্য ওয়ার্ল্ড পীস্ নেতৃবৃন্দদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।নেতৃবৃন্দরা যাতে করে কোনও নিরাপরাধী লোক যেন কোনও কারনে কষ্ট না পাই সেদিকে সতর্ক থাকার জন্য ওসি কতোয়ালীকে অনুরোধ জানান।
সংগঠনের সহ সভাপতি সুফিয়া কামল ঝিমি এবং সাধারন সম্পাদক দেবাশিষ পালিত রাজার নেতৃত্বে আরো শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সোসাইটি সংগঠনরে উপদেষ্টা রবীন্দ্র নাথ মাস্টার ও বিমল কান্তি ঘোষ। সংগঠনের যুগ্ন সম্পাদক স্বরূপ মুৎসুদ্দী, বিমল চক্রবর্তি, সমাজ কল্যান সম্পাদক অসীম চক্রবর্তি শংকু, প্রচার সম্পাদক মোহাম্মদ তছলিম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক নিরোধ শীল সহ সাংগঠনিক সম্পাদক মনু মুরমু, সদস্য যথাক্রমে গনি মাহামুদ এবং দীপক দাশ প্রমুখ। সাক্ষাৎ শেষে ওসি কতোয়ালীর আতীতেয়তায় সকলে চা চক্রে মিলিত হয়।