নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ
বুধবার (২৭ মার্চ) ২৪ খ্রি: মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের নির্দেশক্রমে মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল করার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
তার-ই প্রেক্ষিতে এসআই (নিঃ) এসএম আমিনুর রহমান এবং এএসআই(নি:) আমির হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর নং- ০৮/৯২, এসটি মামলা নং- ৪৩/৯৬ এর মামলার ১০(দশ) বছরের সশ্রম কারাদন্ড ও ২৫,০০০/- (পচিঁশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী ০১। মোঃ রফিকুল ইসলাম প্রকাশ (বাবুল) পিতা- সৈয়দ আহমদ সাং- আশা হাজির পাড়া লেমশীখালী ইউপি থানা- কুতুবদিয়া, জেলা- কক্সবাজার দীর্ঘদিন পলাতক থাকায় তাকে চট্টগ্রাম জেলাধীন বোয়ালখালী থানা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।