বান্দরবান প্রতিনিধি:
বৃষ্টি থেমে যাওয়ায় বান্দরবানে কমতে শুরু করেছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। বান্দরবান সদর ও বান্দরবান-রুমা সড়কের কিছু এলাকায় পাহাড় ধ্বসে সাময়িকের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও আজ মঙ্গলবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে থানছির পদ্মঝিরি এলাকায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ দুই শিশু শিক্ষার্থীকে এখনো উদ্ধার করা যায়নি। তবে সকাল থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নৌকাযোগে বিভিন্ন এলাকায় নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের অভিযান চালাচ্ছে।
কয়েকদিনের টানা বর্ষণে বান্দরবানে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা করেছিলো স্থানীয়রা। এরমধ্যে নদীর তীরবর্তী এলাকাগুলোতে বসবাসকারী অনেক ঘরবাড়ি প্লাবিত হয়।
তবে মঙ্গলবার সকাল থেকে নদীর পানি কমে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।