ছবিঃ প্রতীকি
সিএইচটি বার্তা ডেস্কঃ
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকার পরিত্যক্ত একটি ইটভাটা থেকে টিটু (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেতবুনিয়ার ডাকবাংলো এলাকার ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় মরদেহের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত মৃত ব্যক্তির বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি পেশায় ইটভাটার শ্রমিক বলে জানা গেছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেতবুনিয়ার নিজ বাড়ি থেকে তৃতীয় লিঙ্গের শীলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের ঘটনাস্থল থেকে মাদক সেবনের আলামত সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত পাওয়া যায়। মৃত শিলার বাবার বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকায়।
পুলিশের সুত্রে জানা যায়, সার্জারি করে শারীরিক পরিবর্তন করানোর পর স্থানীয় এক ছেলেকে বিয়ে করেন শিলা। কিন্তু ছেলেটি মাদকাসক্ত এবং তাদের মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়াঝাটি প্রতিনিয়ত ঘটে। একপর্যায়ে দু’জনের বিয়ে ডিভোর্সের জন্য আদালত পর্যন্ত গড়ায়।
স্থানীয়দের সুত্রে জানাগেছে, রবিবার (২ জানুয়ারি) রাতে অপরিচিত ৪/৫ জন লোককে তাদের বাসায় ঢুকতে দেখতে পান স্থানীয়রা। তবে তারা কারা বা কখন চলে গেছেন তা কেউ দেখতে পাইনি।
পরের সোমবার বিকালে তার বাড়ির আশপাশে থাকা আরেক হিজড়া শীলার কোনও সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দেরকে খবর দেয়। এরপর দরজা খুললে বিছানায় শীলার গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে বেতবুনিয়ায় পুলিশ ফাঁড়িকে খবর দিলে থানা পুলিশ এসে মরদেহে উদ্ধার করে।
আজ মঙ্গলবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে শীলার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা