ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
কাউখালী উপজেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) ২৪ খ্রিঃ বিকাল ২:০০ ঘটিকার সময় বেতবুনিয়া কলেজ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায়ঃ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ কামাল উদ্দিন সভাপতি, কাউখালী উপজেলা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন রোকন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাস কমিটির সম্মানিত সদস্য মোঃ আমিনুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মোঃ কামাল হোসেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাসাস রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক পঠন চাকমা, কাউখালী উপজেলা বিএনপি এবং জাসাস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।