রাঙামাটির কাউখালী উপজেলার পানছড়ি এলাকা থেকে অবৈধ পথে পাচারকালে মাদক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধারকৃত ৩০ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে দিলেন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউপিডিএফের সদস্যরা।
রবিবার (১১ মে) ’২৫ ইউপিডিএফ সংগঠক তারেক মারমার নেতৃত্বে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক গাঁজা ধ্বংস করা হয়। এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউপিডিএফ সংগঠক তারেক মারমা জানান, উপস্থিত যুব সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সামনে রেখেই গাঁজাসহ মাদকদ্রব্যের সুবিধা অসুবিধার উপর আলোকপাত করে সচেতন হওয়ার আহ্বান জানান।
মাদকের বিরুদ্ধে সকল যুবসমাজ ও স্থানীয়দের কঠোর ভুমিকা রাখা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্সধে নানা সামাজিক অবক্ষয় ঘটছে বলে উল্লেখ করে তিনি সকলকে মাদক ব্যবসা, মাদক সেবন ও উৎপাদনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা