কাউখালী প্রতিনিধিঃ
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে গতকাল ১৭ই জানুয়ারী ’২৫ইং রোজ শুক্রবার মরহুম জসীম উদ্দিন খোকন এর স্মৃতি স্মরণে প্রথমবারের মতো শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে।
মরহুম জসীম উদ্দিন খোকন স্মৃতি যুব সংসদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি তারেক হাসানের সভাপতিত্বে ও শাহরিয়ার ইমন রাসেলের এর সঞ্চালনায় উদ্ভোধক ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি জাহাঙ্গীর আলম।
এতে আরো উপস্থিত ছিলেন আব্দুল মোতালেব, অর্জুন মনি চাকমা, তারা মিয়া, মাহাবুব আলম, মাইনুউদ্দিন সওদাগর, সারোয়ার হোসেন রুবেল, শাহদাৎ হোসেন শামুন, রুহুল আমিন ও অলি আহাদ প্রমুখ।
এসময় বক্তারা মরহুম জসীম উদ্দিনকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তারা বলেন, মরহুম জসীম উদ্দিন খোকন ছিলেন একজন সজ্জন ব্যক্তি। তিনি এলাকায় সকল জাতি গোষ্ঠী দল মতের বাইরে সমান জনপ্রিয় ছিলেন। তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক মানবিক নেতা। উল্লেখ্য, তিনি কাউখালী উপজেলা জাতীয়তাবাদী দলের আমৃত্যু সভাপতি এবং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি শ্রেষ্ট চেয়ারম্যান ও নির্বাচিত হয়েছিলেন।
উক্ত শর্ট পিস টুর্ণামেন্ট এ সর্বমোট ২০ টি দল অংশগ্রহন করে। নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টটি পরিচালিত হয়। চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করেন আরজিটি রাঙ্গামাটি এবং রানার্স আপ ট্রপি অর্জন করেন সাহেবনগর দূর্জয় একাদশ।
বিজয়ী দলকে নগদ ১২০০০/- এবং রানার্স আপ দলকে ৬০০০/- নগদ টাকা পুরস্কার প্রদান করা হয়।