সিএইচটি বার্তা ডেস্কঃ
রাঙামাটির কাউখালীতে মারমা তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত মূল আসামী মো: ফাহিমকে আটক করেছে কাউখালী থানা পুলিশ।
আজ বুধবার (২৩ এপ্রিল) ২০২৫ বিকালে চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন কদমরসূল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটককৃত মো: ফাহিম কাউখালী উপজেলার পোয়াপাড়া এলাকার ১নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে। সে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয়কর্মী বলে জানা গেছে। এর আগে গত ১৭ এপ্রিল ভুক্তভোগী তরুণী কাউখালী থানায় মো: ফাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, পোয়াপাড়া গ্রামের আনোয়ারের বাড়িতে ভাড়া থাকেন তিনি। মো: ফাহিম আগের দিন দিবাগত মধ্যরাতে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। বাধা দেওয়ায় ফাহিম তাকে মারধর করে।
এজাহারে তিনি আরও উল্লেখ করেন যে, আসামি মো: ফাহিম ওই তরুণীকে গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পযন্ত বিভিন্ন সময় ধর্ষণ করে বলে এজাহারে তিনি উল্লেখ রয়েছে।
এদিকে, ঘটনার পরপরই মো: ফাহিম (২৫) ঘটনাস্থল থেকে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। উক্ত ঘটনার বিভিন্নস্থানে প্রতিবাদ ও মো. ফাহিম গংদের গ্রেফতারের দাবিতে কাউখালীসহ বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ জানায় নারী অধিকারকর্মী এবং সচেতন ছাত্র সমাজ।
মন্তব্য করুন