পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটির কাউখালীতে বাজার মূল্য স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং কমিটির আওতায় উপজেলা সদর বাজার ও বেতবুনিয়া চাইঞরী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী সদর ও বেতবুনিয়া বাজারের সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর ও বাজার কমিটির সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী জানান, পবিত্র মাহে রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজার দর ঠিক রাখতে এ অভিযান পরিচালিত হয়েছে। এছাড়াও দোকানে পণ্যের নির্ধারিত মূল্য তালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পন্য বিক্রি করা হচ্ছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হয়। প্রাথমিকভাবে জরিমানা বিহীন সকল ব্যবসায়ীকে সতর্ক করা হচ্ছে, তবে ব্যাতিক্রম ঘটলে আর্থিক জরিমানা প্রয়োগ করা হবে এবং ভোক্তারা যাহাতে ন্যায্য মূল্য বাজার পণ্য ক্রয় করতে পারেন সেদিকে নজর রেখেই এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।