ছবিঃ প্রতীকি
কাউখালী প্রতিনিধিঃ
চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে রাঙ্গামাটিগামী বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ জুন) সকাল সোয়া ১১টায় কাউখালীর উপজেলার সীমান্তবর্তী রাঙ্গুনিয়ার রাণীরহাট বাজারের পশ্চিমে ঠান্ডাছড়ি নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (১৮ জুন) সকাল সোয়া ১১টায় চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী মোস্তাকিম পরিবহন (চট্ট মেট্টো-ব-১১-০১৫৭) বাসটি কাউখালী উপজেলার সীমান্তবর্তী রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়ির হাকিমনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নারী পুরুষসহ অন্তত ২৫ জনের অধিক আহত হন। দুর্ঘটনায় আহত যাত্রীরা আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসে। এসময় দুমড়ে মুচড়ে যাওয়া বাসের ভিতর অনেক যাত্রী আটকা পড়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে রাউজান ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয় এলাকাবাসীরা। তবে আহতদের চিহ্নিত করা যায়নি।