বিশেষ প্রতিবেদকঃ
রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্য সিএনজিযোগে চোলাই মদ পাচারকালে জেলার কাউখালী উপজেলাধীন ১নং বেতবুনিয়া ইউনিয়নের রাবার বাগান ফরেনার পুলিশ গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) রাত ১১ ঘটিকায় সিএনজি (চট্টগ্রাম-থ-১৩-১২৫৫) গাড়িসহ ৩ জন পাচারকারীকে গ্রেফতার করেছে।
অবৈধভাবে দেশীয় চোলাই মদ পাচারকালে আটককৃতরা হলেনঃ ১। উথোইছি মার্মা (২১), পিতা-আছরুইমংলা প্রু র্মামা, সাং-ডাইলং পাড়া, ০১ নং বেতবুনিয়া ইউপি, থানা-কাউখালী, জেলা- রাঙ্গামাটি, ২। মং থুই চিং মার্মা (২০), পিতা-ক্যাচাই মার্মা, সাং- ডাইলং পাড়া, ০১ নং বেতবুনিয়া ইউপি, থানা-কাউখালী, জেলা- রাঙ্গামাটি ৩। উসাইমং মার্মা (১৮), পিতা- মুংসা মার্মা, সাং- ডাইলং পাড়া, ০১ নং বেতবুনিয়া ইউপি, থানা-কাউখালী, জেলা- রাঙ্গামাটি।
কাউখালী থানা সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক এগারোটার সময় রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্য ভাড়ায় চালিত সিএনজিটি রাবার বাগান ফরেনার চেকপোষ্টে পৌছালে কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর তত্ত্বাবধানে এসআই (নি:) মো: আরিফ হোসেন সহ য় নায়েক/৭১৫ লুৎফর রহমান, কং/২১১২ বিপ্লব হোসেন, কং/২৭৩২ নাসির মিয়াদের সহায়তায় রাবার বাগান ফরেনার পুলিশ চেকপোস্টে সিএনজিটি তল্লাশী চালিয়ে গাড়ীর ভেতরে লুকিয়ে রাখা ৩৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে।
কাউখালীর বেতবুনিয়া এলাকায়স্থ রাবার বাগান ফরেনার পুলিশ চেকপোস্ট তল্লাশী করে ৩৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে ৩ আসামীকে গতকাল শুক্রবার (১ মার্চ) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।