কাউখালী প্রতিনিধিঃ
রাঙামাটির কাউখালী উপজলার ১নং বেতবুনিয়া ইউনিয়নের রাবার বাগান এলাকায় ফরেনার পুলিশ চেকপোষ্ট রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে রাঙ্গামাটি জেলার পুলিশ মীর আবু তৌহিদ, বিপিএম (বার) দিক-নির্দেশনায় ও কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর এর তত্ত্বাবধানে এসআই(নি:) সাগর হালদার সঙ্গীয় ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, সিএনজি অটোরিক্সা সহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ১। মোঃ হাসান (১৯), পিতা- মোঃ সুলতান, জামতলী (ইসলাম শিবির হেডম্যানপাড়া), উপজেলা- দিঘীনালা, জেলা- খাগড়াছড়ি, ২। মোঃ মজিদুল ইসলাম সোহেল (২৪), পিতা-মোঃ মকবুল হোসেন, গ্রাম- বাবুছড়া (শিবির) (পুরাতন বাজার যাত্রী ছাউনি, আলমগীর চেয়ারম্যান বাড়ি), উপজেলা- দিঘীনালা, জেলা- খাগড়াছড়ি, ৩। মোঃ আজগর (১৯), পিতা- মোঃ আব্দুল জলিল, স্থায়ী: (সাং- ভুমিরখিল, ঘোড়াঝিল, ৭ নং ওয়ার্ড, ৮ নং সরফভাটা ইউপি), উপজেলা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম।
পুলিশের তথ্যমতে, শুক্রবার সকাল সোয়া এগারোটায় (২৮ জুন) রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্য দেশীয় তৈরী চোলাই মদ পাচারকালে রাবার বাগান পুলিশ চেকপোষ্ট এলাকায় পরস্পর যোগসাজসে দেশীয় তৈরী চোলাই মদ অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া সিএনজি যোগে পাচারকালে ১টি সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সা যাহার রেজিঃ নং- চট্টগ্রাম -থ- ১৪- AFR, ইঞ্জিন নং- AN101177, চেসিস নং- MD2A45AY8KWF81772 সিএনজিতে তল্লাশী করে ৬০ লিটার চোলাই মদ সহ তিনজনকে আটক করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। আজ দুপুরে আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।