রিপন মারমা, কাপ্তাইঃ
রাঙ্গামাটির কাপ্তাইয়ে চলন্ত অটোরিকশার সামনের চাকা খুলে উল্টে গিয়ে সুইমংচিং মারমা (৫৫) নামে এক বন বিভাগের সদস্য নিহত হয়েছেন।
বুধবার (১৯ জুন) বেলা ১২ দিকে কাপ্তাই সড়কে বালুচর ব্রিজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুইমংচিং ৩নং চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফরেস্টঘোনার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, সুইমংচিং মারমাসহ পাঁচজন যাত্রী বরইছড়ি সাপ্তাহিক বাজার থেকে অটোরিকশা নিয়ে বেলা ১২টার দিকে কাপ্তাই আসার পথে বালুচর কালভার্ট ব্রিজের পাশে যেতেই হঠাৎ অটোরিকশার সামনের চাকা খুলে যায়। এসময় অটোরিকশাটি উল্টে যায় এবং নীচে চাপা পড়ে বনপ্রহরী সুইমংচিং মারমা গুরুতর আহত হয়ে তাৎক্ষণিক চট্টগ্রাম রয়েল হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। তবে অটোরিকশা চালক সহ বাকি চারজন কোন খবর পাওয়া যায়নি। নিহত সুইমংচিং মারমা পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিশেষ টহল দলের সদস্য ফরেস্ট গার্ড হিসেবে দায়িত্ব ছিলেন।