কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটির জেলার কাপ্তাই থানাধীন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী এলাকা বরইছড়ি-ঘাগড়া সড়কের পাশে কালো মারমা (সুমন) (৪০), সিএনজি ড্রাইভার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কাপ্তাই থানা পুলিশ।
মৃত ব্যক্তির নিজ মালিকানাধীন সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১২-১৯২৯) এর পিছনের সিটে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তার পরিবার ও কাপ্তাই থানায় সংবাদ দিলে আশপাশের লোকজনসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামীর লাশ সনাক্ত করে তার স্ত্রী ক্রইলাঞো মারমা।
এ ব্যাপারে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন বড়ইছড়ি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম জানান, মৃত কালো মারমা (সুমন) আমাদের লাইনে সিএনজি চালায়। সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পাই।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম জানান, সকাল সাড়ে ৭ টা স্থানীয়দের ফোন পেয়ে আমি কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়, ডিউটিরত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি সনাক্ত করি এবং তার নাম কালো মারমা (সুমন)। পরে মৃতদেহের সুরতহাল গ্রহন পূর্বক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
এ ব্যাপারে কাপ্তাই থানায় আজ ২৯ ফেব্রুয়ারি দুপুরে মৃত ব্যক্তির স্ত্রী ক্রইলাঞো মারমার আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।