রিপন মারমা, কাপ্তাইঃ
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের দুর্গম চিৎমরম আগা পাড়া বেতথং সংলগ্ন এলাকায় ইটবোঝাই ট্রাক (চট্টগ্রাম ১১০০২৯) উল্টে ৩ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১ টার দিকে রাঙ্গুনিয়া উপজেলা কোদলা থেকে ইট বোঝাই করে চিৎমরম যাওয়ার পথে কাপ্তাই উপজেলার চিৎমরম আগা পাড়া বেতথং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, চাকুয়াপাড়া এলাকার হ্লা চিং মারমা (৫৫) কলাবুনিয়া পাড়া সাংথুইপ্রু মারমা (৬৩) এবং তার ছেলে ক্য চিং উ মারমা (১৭)। এদিকে ইট বোঝাই ট্রাক ড্রাইভার মোঃ মুহিবুল্যাহ পলাতক রয়েছে।
চিৎমরম মটর সাইকেল সমিতি সাধারণ সম্পাদক চিংসাপ্রু মারমা বলেন, ইট বোঝাই ট্রাকটি যখন রাঙ্গুনিয়া কোদলা থেকে চিৎমরম বাজারে উদ্দেশ্যে যাচ্ছিলো তখন চাকুয়া পাড়া থেকে তিনজন যাত্রী ইট বোঝাই ট্রাকটি আসার সময় চিৎমরম আগা পাড়া বেতথং সংলগ্ন এলাকায় আসলে তারা দুর্ঘটনা কবলে পড়ে গুরুতর আহত হন। পরে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে খ্রীষ্টিয়ান হাসপাতালে প্রেরণ করেছেন।
এদিকে ইট বোঝাই ট্রাকের মালিক মোঃ জাহাঙ্গীর আলম জানান, কোদলা থেকে ট্রাকটি যখন চিৎমরম উদ্দেশ্যে আসছিল তখন চাকুয়া পাড়া থেকে জোর করে তারা গাড়িতে উঠে পড়ে। কারণ হচ্ছে তারা অনেকক্ষণ দাঁড়িয়ে গাড়ি না পেয়ে বাধ্য হয়ে ইট বোঝাই ট্রাকের গাড়িতে উঠে পড়েন। পরে অর্ধেক পথে দুর্ঘটনা হয়।
উপজেলা খ্রীষ্টিয়ান হাসপাতাল কর্তৃপক্ষ জানান, চিৎমরমে সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে শুনেছি তবে হাসপাতালে ভর্তি হয়েছে ২ জন। এই ২ জনকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা