রিপন মারমা, কাপ্তাইঃ
রাঙ্গামাটির কাপ্তাইয়ে পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম।
রবিবার (১ ডিসেম্বর) সকাল ১১ টা হতে বেলা ১২ টা পর্যন্ত তিনি কাপ্তাই উপজেলার কর্ণফুলি স্টেডিয়াম সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের আওতায় বাস্তবায়িত কর্ণফুলি স্টেডিয়াম রক্ষা প্রকল্প, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন শিলছড়ি শহীদ মিনার এলাকা কর্ণফুলী নদীর ভাঙ্গন রোধে রক্ষা কাজ, শিলছড়ি আনসার ক্যাম্প সংলগ্ন কর্ণফুলী নদীর তীরবর্তী ভাঙ্গন রোধে রক্ষা প্রকল্প এবং চিৎমরম ইউনিয়ন এর চিৎমরম হেডম্যান পাড়া ও চিৎমরম হাই স্কুল ভাঙ্গনরোধে রক্ষা প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনে তিনি প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
এসময় পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ সচিব এস এম সরোয়ার কামাল, উপসচিব যতন মারমা, রাঙ্গামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, উপ বিভাগীয় প্রকৌশলী প্রকাশন চাকমা ও মো: সামসুল আরেফিন সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।