রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১১ টায় দিকে ২৫ জন প্রান্তিক মৎস্যজীবিদের মাঝে ১০০ টি ছাগল বিতরণ করেন,কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে এই ছাগল বিতরণ করা হয় বলে জানান কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ।
রাঙ্গামাটি জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাস এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এই ছাগল তুলে দেন।
এসময় তাঁরা মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে জেলেদেরকে কাপ্তাই এবং কর্ণফুলী নদী হতে মাছ না ধরা এবং কারেন্ট জাল ব্যবহার না করার অনুরোধ জানান।
কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড: এনামুল হক হাজারী এবং কাপ্তাই মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা।
কাপ্তাই উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, কাপ্তাই লেক ও কর্ণফুলী নদীতে মৎস্য আহরণে নির্ভরশীল ২৫ জন নিবন্ধিত মৎস্যজীবীকে চারটি করে মোট ১০০টি ছাগল বিতরণ করা হয়েছে
মন্তব্য করুন