রিপন মারমা, কাপ্তাইঃ
নানা আয়োজনে রাঙ্গামাটি কাপ্তাইয়ে চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার ও সাপছড়ি বৌদ্ধ বিহারে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ— এই ত্রি-স্মৃতি বিজরিত শুভ বুদ্ধপূর্ণিমা। এদিকে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে চিৎমরম বৌদ্ধ বিহার ও সাপছড়ি বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে এই দিনটিকে স্মরণ করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করছেন।
রবিবার (১১ মে) সকালে চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে চিৎমরম বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু মহাচিৎমরম বৌদ্ধবিহার প্রাঙ্গণে এসে বোধিবৃক্ষতলে সমবেত হন পূজারীরা। সেখানে পঞ্চশীল গ্রহণের পর নারী-পুরুষ, দায়ক-দায়িকা এবং উপাসক-উপাসীকারা চন্দনের জল ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলের পূজা করেন। পরে বিহারে পঞ্চশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বিশ্বের মহামারি যুদ্ধ থেকে মুক্তি লাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় ধর্মদেশনা দান করেন, নাইদৌ ভাসা ভান্তে। আরোও দেখা যায়, পূণ্যার্থীরা মনের বাসনা পূরণ করার জন্য বোধিবৃক্ষের তলে পানি ঢালে।
এদিকে ওয়াগ্গা সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি সভাপতি অজিত কুমার তনচংগ্যা বলেন, তথাগত গৌতম বুদ্ধত্ব লাভের জন্য ২৯ বছর বয়সে গৃহত্যাগ করেন এবং বিভিন্ন ধর্মীয় গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণের পর নিরঞ্জনা নদীর তীরে এক বটবৃক্ষমূলে ৬ বছর কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করেন। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যময়।
এসময় চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের পক্ষ থেকে তিন পার্বত্য জেলার হাজারো পূণ্যার্থীকে বিনামূল্যে শরবত পান করানো হয়। এসময়ে বৌদ্ধ ধর্মাবলম্বী হাজার হাজার নারী-পুরুষ এবং দায়ক-দায়ীকারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা